পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে
পশ্চিমবঙ্গে করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে আজ বৃহস্পতিবার বিধানসভার ষষ্ঠ দফার ভোট গ্রহণ হয়েছে। আজ ৪৩টি আসনের ভোট গ্রহণে কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ হলেও সার্বিক পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ ছিল। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নদিয়ার চাপড়া মোট ৪৩টি আসনে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ হয়েছে। ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুরের ৯টি আসনের সবগুলোতে ভোট হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের ৩ জেলা- উত্তর ২৪ পরগনার ৩৩টির মধ্যে ১৭টি, নদিয়ার ১৭টির মধ্যে ৯টি এবং পূর্ব বর্ধমানের ১৬টির মধ্যে ৮টি আসনে ভোটগ্রহণহয়েছে। উত্তর দিনাজপুরে চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহার আসনে ভোট হয়েছে আজ। উত্তর ২৪ পরগনার অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া ও হাবড়া আসনে ভোট হয়েছে। পূর্ব বর্ধমানের গলসি, আউশগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, ভাতার আসনে ভোটগ্রহণ হয়েছে। এছাড়াও নদিয়া করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ এবং কৃষ্ণনগর দক্ষিণ আসনে ভোটগ্রহণ হয়েছে। এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন মোট ৮ দফায় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৫ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ ষষ্ঠ দফার ভোটগ্রহণ, আগামী ২ মে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এদিকে কাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত পশ্চিমবঙ্গ সফর বাতিল করা হয়েছে।খবর : আনন্দবাজার।