বাগদাদে মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলা
বাগদাদ বিমানবন্দরে মার্কিন সৈন্যদের একটি ঘাঁটিতে শুক্রবার তিনটি রকেট আঘাত হেনেছে। রকেটগুলো ইরাকি সৈন্যের নিয়ন্ত্রণে থাকা বিমানঘাঁটি অংশে আঘাত হানে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরাকে মার্কিন স্বার্থে এটি হচ্ছে দ্বিতীয় হামলার ঘটনা। এতে এক ইরাকি সৈন্য আহত হয়েছে। নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিরোধী জোটের অংশ হিসেবে ওয়াশিংটনের মোতায়েন করা সৈন্যদের সাথে তারা এ ঘাঁটি শেয়ার করে। রোববার রাজধানীর উত্তরে আরেকটি বিমানঘাঁটি লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়। এতে ইরাকের তিন সৈন্য এবং বিদেশি দুই ঠিকাদার আহত হয়। এসব হামলায় দুই আমেরিকান ও এক ইরাকি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খবর : এএফপি।