৯ উপজেলায় বিএনপির হরতাল চলছে
নিজস্ব প্রতিবেদক : কেন্দ্র দখল, ভোট কারচুপি, সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে ৯ উপজেলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের দপ্তারের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ হরতালের ঘোষণা করেন।
মেহেরপুর সদর, বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, পাবনার সুজানগর, বগুড়ার সোনাতলা, ঝিনাইদহ সদর ও শৈলকুপা, সিরাজগঞ্জের কাজিপুর ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় এ হরতাল চলছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
পাবনা: সুজানগর উপজেলায় বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে।
সকাল ৬টায় হরতাল শুরুর পর উপজেলা সদরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কগুলোতে ভারি যান চলাচল বন্ধ থাকলেও হালকা যান অটোরিকশা, নছিমন, করিমন চলতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলছে ও সড়কে যান চলাচল বাড়ছে।
এদিকে হরতালের সকালে বিএনপি বা এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। সকাল সাড়ে আটটা পর্যন্ত হরতালের সমর্থনে হয়নি কোনো পিকেটিং বা বিক্ষোভ মিছিল।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বাংলামেইলকে জানান, হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বুধবার উপজেলা নির্বাচনে ভোট কারচুপি, দলীয় নেতাকর্মীদের মারপিট, ভোট প্রদানে বাধা দানসহ বিভিন্ন অভিযোগ তুলে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু ও অপর দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেন। একই সঙ্গে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী ঘোষণা করেন বিএনপি নেতারা।
ঝিনাইদহ: শৈলকুপায় বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল ঢিলে-ঢালাভাবে পালিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে শৈলকুপা উপজেলা শহরে অধিকাংশ দোকান-পাট বন্ধ রয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। শৈলকুপার ওপর দিয়ে ভারি কোনো যানবহন চলাচল করছে না। বিএনপির পক্ষ থেকে হরতালের ডাক দিলেও হরতালের স্বপক্ষে কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থানসমুহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার নির্বাচনে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিএনপি সমর্থিত প্রার্থী রাকিবুল হাসান খান দিপু স্থানীয় শৈলকুপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাহার করেন। এ নির্বাচনে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন শিকদার (আনারস) প্রতীকে ১লাখ ২৯ হাজার ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত রাকিবুল হাসান থান দিপু (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন ২৩ হাজার ২০১ ভোট।
বরিশাল: গৌরনদী ও বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির ডাকে চলছে নিরুত্তাপ হরতাল।
বৃহস্পতিবার সকাল ৬টায় হরতাল শুরুর পর ১০টা পর্যন্ত এ দুই উপজেলা শহরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমনকি হরতালের সমর্থনে কোথাও মিছিল অথবা সমাবেশের খবর পাওয়া যায়নি।
হরতালে উপজেলা সদরে তেমন একাটা প্রভাব না পড়ায় অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে।
এদিকে দূরপাল্লা রুটে ভারি যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের ভেতরে হালকা যান অটোরিকশা, নছিমন, করিমন চলতে দেখা গেছে।
বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ বাংলামেইলকে জানান, হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে দুটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া গোয়েন্দা পুলিশের একাধিক দল মহল্লায় বিশেষ টহল দিচ্ছে। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বুধবার উপজেলা নির্বাচনে ভোট কারচুপি, দলীয় নেতাকর্মীদের মারপিট, ভোট প্রদানে বাধা দানসহ বিভিন্ন অভিযোগ তুলে গৌরনদী উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মিয়া আধাবেলা হরতালের ডাক দেন।
অপরদিকে বাকেরগঞ্জ উপজেলায় একই রকমের ঘটনায় একই দিনে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে উপজেলা বিএনপি। তবে এখানে বিএনপির হরতালে যৌক্তিকতা রয়েছে দাবি করে মৌন সমর্থন দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম আতিকুর রহমান।
এছাড়া, বগুড়ার সোনাতলা, সিরাজগঞ্জের কাজিপুর ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় স্থানীয়ভাবে শান্তিপূর্ণ হরতাল চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খরব পাওয়া যায়নি।