সেঞ্চুরি হাঁকালেন লঙ্কান দলপতিও
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুমিনুল হক। ১২৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের অধিনায়কের মতো শতকের দেখা পেলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নেও।
২৬৭ বলে ৮টি চারের সাহায্যে ১০১ করে ব্যাট করছেন করুণারত্নে। মুমিনুলের মতো টেস্ট ক্রিকেটে এটি তার একাদশ সেঞ্চুরি। প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২৫১ রান। বাংলাদেশের চেয়ে তারা এখনো ২৯০ রানে পিছিয়ে, হাতে আছে ৭ উইকেট। করুণারত্নের সঙ্গে এর মধ্যে ৬১ রানের জুটি গড়েছেন ধনঞ্জয়া ডি সিলভা (৩২)।
এর আগে ৭ উইকেটে ৫৪১ রানের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে নাজমুল হোসেন শান্ত ১৬৩ ও মুমিনুল হক ১২৭ রানের ইনিংস খেলেন। এ ছাড়া তামিম ইকবাল ৯০, মুশফিকুর রহিম অপরাজিত ৬৮ ও লিটন দাস ৫০ রান করেন।