আজকের রাশিফল
ডেস্ক রিপোর্ট : মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯): সন্তান, বন্ধু বা ভালোবাসার মানুষটি আজ আপনার মন খারাপের কারণ হতে পারে। ভালোবাসার মানুষটির কাছে মনের কথা প্রকাশ করার ক্ষেত্রে অন্য কারও সাহায্য না নেয়াটাই উচিৎ হবে, মনে সাহস রাখুন, আগে বাড়ুন। নতুন ব্যবসায় সাফল্য যোগ আছে, তবে সাবধান! তাৎক্ষণিক অধিক লাভের পরিবর্তে নজর রাখতে হবে দীর্ঘমেয়াদী স্বল্প লাভের দিকে। সামাজিক কাজে টাকা নেমে যাবে।
বৃষ (এপ্রিল ২০ – মে ২০): ওহ! বৃষের ক্ষেত্রেও পরিবারের সদস্যদের কেউ আজ মন খারাপের কারণ হতে পারে। গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, বর্তমান প্রেমের সম্পর্কটি নিয়ে আপনি কিছুটা আপসেট, একটু ধৈর্য ধরুন। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে প্রযোজ্য- প্রচুর লাভ হতে পারে এমন কোনো প্রস্তাব আজ হাতছানি দেবে। সিদ্ধান্ত আপনার। চাকুরেদের জন্যে প্রযোজ্য- নতুন কোথাও চাকরি পাওয়ার যোগ সুপ্রসন্ন। অর্থনৈতিক ভাগ্য আজ প্রসন্ন নয়, টানাপোড়েন যেতে পারে।
মিথুন (মে ২১ – জুন ২০): আজ মিথুনের কনফিউজড থাকার দিন। দ্বিধা খুবই কষ্টদায়ক! প্রেমের ক্ষেত্রে ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থায় পড়তে পারেন। তবে কুলের চেয়ে শ্যাম রাখাটাই বোধয় ভালো। কর্মক্ষেত্রে আজ বিশ্বস্ত সহকর্মীই ঘটিয়ে দিতে পারে সর্বনাশ। সতর্ক থাকুন। অর্থনৈতিক সাফল্যের যোগ আছে।
কর্কট (জুন ২১ – জুলাই ২২): বন্ধুর বিরক্তির কারণ হবেন আজ কর্কট, হতে পারে কোনো অর্থসংক্রান্ত কারণ। প্রেমের ক্ষেত্রে মনের কথা শুনতে গেলে আজ সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা আছে। একই কথা প্রযোজ্য কর্মক্ষেত্রেও, আবেগী কোনো সিদ্ধান্ত ভোগান্তির কারণ হতে পারে, সুতরাং সাধু সাবধান! অর্থের ক্ষেত্রে একটা মজার ব্যাপার দেখা যাচ্ছে- আপনার ব্যক্তিত্ব আজ অর্থপ্রাপ্তির কারণ হতে পারে।
সিংহ (জুলাই ২৩ – আগস্ট ২২): হম্বিতম্বি করা সিংহের স্বভাব, কিন্তু আজ নয়। আজ নক্ষত্রের অবস্থান আপনাকে বিনীত হতে বলছে। এখন সিদ্ধান্ত আপনার। ভালোবাসার মানুষটির ব্যাপারে বড় কোনো ইতিবাচক সিদ্ধান্তের ফলাফল শুভই হবে। কর্মক্ষেত্রে আপনার বস যদি হন একজন নারী, তো আপনি নারী বা পুরুষ যেই হোন না কেন, আজ আপনার খবর আছে! মধুর বাক্য বিনিময় বজায় রাখতে চেষ্টা করুন, নতুবা অপমানিত হবেন। সৃজনশীল কাজে অর্থাগম ঘটবে।
কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২): আজ কন্যার ভ্রমণ শুভ নয়। প্রেমের ক্ষেত্রে আজ কোনো সিদ্ধান্তে যাবেন না, আরেকটু সময় নিন। পছন্দসই কর্মক্ষেত্র বেছে নিন, না পেলে একটু ধৈর্য ধরুন- সময় আছে। কারও কথায় প্রভাবিত হয়ে এমন কোনো ক্ষেত্রে নিজেকে জড়াতে যাবেন না যেখানে ক’দিন পর মনে হতে পারে- আমি তো এ কাজের জন্যে পৃথিবীতে আসিনি! মনের অস্থিরতা দূর করুন, অন্যথায় অর্থ বেরিয়ে যেতে পারে অনর্থক।
তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২): দুঃখের ব্যাপার! অর্থের কারণে বন্ধুর সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে আজ। ওহ, আজ আপনার প্রেমভাগ্যও যাচ্ছেতাই। মনের কথা জানানোর চিন্তা হু কেয়ার্স টাইপ একটা ভাব নিয়ে বাদ দিন আজকের জন্যে। কর্মক্ষেত্রে আজ আপনি নিজের ফাঁদে নিজেই আটকা পড়বেন। উৎরানোর উপায় দেখা যাচ্ছে না। অর্থাগমের জন্যে আপনার আরও সৃজনশীল হতে হবে প্রিয় তুলা!
বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১): পুনর্মিলন ধরনের কিছু আজ মিস করবেন না। পুরনো দারুণ কোনো বন্ধু বা ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়ে যাবে বা পরিচয় ঘটবে, আপনার জীবনে যাদের অবদান ছিল বা থাকবে। প্রেমের ক্ষেত্রে দ্বিধা-দ্বন্দ্ব দেখা দিতে পারে। এ ব্যাপারটা সংবেদনশীল। আপনার দিক থেকে আপনি ঠিক থাকুন- এটুকু বলা যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রাণশক্তির সবটুকু হয়তো দিতে পারছেন না চাইলেও। ধৈর্য ধরুন। পারিবারিক কারণে অর্থব্যয় ঘটবে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): আপনার অফিসের কোনো সহকর্মী গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সফরে যাবেন ফলে কাজের ভারে হয়রান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ কারণে স্নায়ু উত্তেজনা বা ধৈর্যচ্যুতি ঘটতে পারে। মনটাকে স্থির করুন, প্রয়োজনীয় কাজগুলো আপন মনে মনযোগ সহকারে সম্পাদন করুন। দিন শেষে দেখবেন আপনিই যুধিষ্ঠির। ঋণ পরিশোধ নিয়ে একটু অস্থিরতা গেলেও দেখবেন ক্রমেই সামর্থ্য অর্জন করছেন। গ্রহ-নক্ষত্রের প্রভাবে মেজাজটা খিচিয়ে থাকতে পারে। সম্পর্কটা ভলোই যাবে। অবশ্য আপনার মনটা বারবার অতীতে ফিরতে চাইবে। এখন কোনটাকে অগ্রাধিকার দিবেন সেটার ওপরই নির্ভর করছে আপনার আজকের দিনটা কতোটা ইতিবাচক।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): আপনার জন্য শুভদিন। আপনার কল্পনাশক্তি, ষষ্ঠ ইন্দ্রীয় এবং সৃজনশীলতা অসাধারণ ও অতি উচ্চ মানের। নতুন কোনো শিল্পকর্ম আপনার শরীর মন ভরিয়ে তুলতে পারে। সমঝদার কারো কাছে আইডিয়া শেয়ার করতে খুব উৎসাহী হয়ে উঠবেন। এই উজ্জ্বল দিনের একমাত্র কালো দাগটি হলো- একটি শিশু অথবা প্রাণের দোস্ত অথবা ভালোবাসার মানুষ আপনাকে এড়িয়ে চলতে পারে কারণ তার মনে হবে আপনি তাকে অবহেলা করছেন। তবে চিন্তার কিছু নেই ঠিক হয়ে যাবে। নক্ষত্রের অবস্থান বলছে, আজ সম্পর্কে একটু সমস্যা যাবে। তবে একটু চেষ্টা করলেই সমস্যা উৎরে যাবেন। তবে কষ্টের কথা হচ্ছে, এই সমস্যা আপনার তাৎক্ষণিক আবেগ মাটি করে দিতে পারে।
কুম্ভ (জানুয়ারি ২০ – ফেব্রুয়ারি ১৮): আজ বাড়িটা ব্যস্ততম স্থানে পরিণত হবে। সারা দিন আত্মীয়স্বজন, প্রিয়জনের আসা-যাওয়া থাকবে। অতিরিক্ত অতিথি আপনাকে বিরক্ত করে ফেলতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগি হয়ে যেতে পারে। অবশ্যই রাগ সংবরণ করতে হবে। অন্যের সমস্যাটা বুঝার চেষ্টা করুন মাথা ঠাণ্ডা রাখুন। সারা সপ্তাহই মনে হবে, পুরো পৃথিবী আপনার পক্ষে। এই সুযোগে আপনার কথা ও যোগাযোগ ক্ষমতার সঠিক ব্যবহার করতে হবে। দেখবেন ঋণ সমস্যা থেকে উৎরে যাচ্ছেন। অত্যাসন্ন কোনো ঘটনার আশঙ্কায় চিন্তিত থাকবেন। তবে গ্রহের অবস্থান বলছে, এর মধ্যে বিপর্যয়ের বদলে মঙ্গলই নিহিত। দৃঢ়তার সঙ্গে নিজের সঙ্গে কথা বলুন। তারপর মন যা বলে তাই করুন সব ঠিকঠাক থাকবে। দিনটা আত্মবিশ্বাসের সঙ্গেই শুরু করুন।
মিন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): সহকর্মীদের কারো প্রতি সহানুভূতি দেখানোর প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ সবার জন্য অসহনীয় হয়ে উঠতে পারে। তাই সহকর্মীদের মধ্যে কেউ অলক্ষ্যে চোখের জল ফেললে অবাক হওয়ার কারণ নেই। স্বাভাবিক সীমার চেয়ে একটু বেশিই ধৈর্যশীল হতে হবে। উচিৎ হবে, নিবিষ্ট মনে দ্রুত কাজটা সেরে ফেলা। কাজ শেষে একটু মাস্তি করার চেষ্টা করুন এবং ফুরফুরে মেজাজ নিয়ে পায়ে হেঁটে ডেরায় ফিরুন। অর্থসমাগমের সম্ভাবনা প্রবল। গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, এদিন পূর্বে কোনো সম্পর্ক আপনার সিদ্ধান্ত গ্রহণে খবরদারি করবে। যদিও এ প্রভাব বেশিদিন থাকবে না। অতীতকে এতো গুরুত্ব দেবেন না। ভবিষ্যৎ নিয়ে ভাবুন সব ঠিক হো যায়ে গা।