জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত
জিম্বাবুয়েতে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ঘরের ওপর বিধ্বস্ত হয়েছে। এতে এক শিশুসহ ৪ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। এ দুর্ঘটনায় নিহত চার জনের মধ্যে রয়েছে বিমানে থাকা দুই পাইলট, এক জন টেকনিশিয়ান এবং ওই বাড়ির অভ্যন্তরে থাকা এক শিশু। এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হওয়া আরেক কিশোরী ও তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুস্তা বেল ৪১২ নামের এ হেলিকপ্টার প্রশিক্ষণ মিশনের জন্য দুই পাইলট এবং এক জন এয়ারক্রাফট টেকনিশিয়ান নিয়ে ম্যানিয়ামি বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করে। শুক্রবার জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ৩০ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত আর্কতুরাস নামক একটি গ্রামে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর : রয়টার্স।