শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা, ফের ব্যাটিংয়ে নামল বাংলাদেশ
চতুর্থ দিনে কোনো উইকেট না পেলেও প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে লাঞ্চের আগেই শ্রীলঙ্কার পাঁচ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। তবে উইকেট পড়লেও রানের চাকা সচল রেখেছিল স্বাগতিকরা। ১০৭ রানে লিড নিয়েছে ইনিংস ঘোষণা করেছে করুণারত্নের দল।
লাঞ্চের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল। প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান। তামিম ইকবাল ১০ ও সাইফ হাসান ১ রানে ব্যাট করছেন।
এর আগে ৮ উইকেটে ৬৪৮ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ২৪৪ রান করেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। ধনঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে এসেছে ১৬৬ রান। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছিল ৭ উইকেটে ৫৪১ রান।