বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মালয়েশিয়ায় নকল ভিসা চক্রের মূল হোতা পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার

মালয়েশিয়ায় নকল ভিসা চক্রের মূল হোতা পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার 

macc-logo_10

নকল ভিসা কার্ড সরবরাহকারী চক্রের মূল হোতাসহ তিন জনকে আটক করেছে মালয়েশিয়ার এন্টি করাপশন কমিশন (এমএসিসি)। আইপোহ এলাকা থেকে এই চক্রের সদস্যদের আটক করা হয়। এক পাকিস্তানি নাগরিক এই চক্রের  মূল হোতা বলে জানা গেছে। দেশটির অভিবাসী কর্তৃপক্ষের পরিচালক দাতুক খায়রুল জানান, মালয়েশিয়ায় বিদ্যমান যেসব কোম্পানি অস্থায়ী কর্মী ভিসিট পাস সুবিধা দিয়ে আসছিলো তারা অভিযোগ করেছে যে, কোনো একটি চক্র নকল ভিসিট পাস বানিয়ে অভিবাসন প্রত্যাশীদের ধোকা দিচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্তে নামি। প্রাপ্ত আলামতের প্রেক্ষিতে আমরা ৩৯ বছর বয়সী এক পাকিস্তানি নাগরিককে আটক করি। ধারণা করা হচ্ছে জাল ভিসিট পাস চক্রের তিনিই মূল হোতা। ওই পাকিস্তানি নাগরিক ছাড়াও ২৪ বছর বয়সী এক মালয়েশিয়ান পুরুষ ও ২০ বছর বয়সী এক মালয়েশিয়ান নারীকে আটক করেছে এমএসিসি। জানা যায়, নকল পাসগুলো ২ থেকে ৩ হাজার রিঙ্গিতে বিক্রি করতো চক্রটি।  তাদের থেকে পাকিস্তান, বাংলাদেশ ও ভিয়েতনামের ৮১টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৬ হাজার মালয়েশিয়ান রিঙ্গিতও পাওয়া গেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone