সিরিজ বাঁচাতে আজ মাঠে নামবে টাইগাররা
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে অতিথিদের। হেরে গেলে সমতায় ফিরবে বাংলাদেশ।
অন্যদিকে টাইগাররা হারলে আরেকটি সিরিজ হারের লজ্জা পেতে হবে। এবার লজ্জার থেকে আফসোসটাই বেশি কষ্ট দেবে। কারণ প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যেভাবে হেরেছে তা একপ্রকার অল্পনীয়। হাত থেকে ফসকে যাওয়া ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। টসে হেরে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে ১৮০ রান জমা করে। কিন্তু এক পর্যায়ে শ্রীলঙ্কার স্কোর ছিল ৮ উইকেটে ৬৭ রান। সেখান থেকে ৮০ রানের ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন থিসারা পারেরা।
জবাবে বাংলাদেশ ২ উইকেটে ১১৪ রান সংগ্রহ করেও ১৬৭ রানে সব কয়টি উইকেট হারিয়ে বসে। এত আটকে যায় সহজ জয়ের ম্যাচ। ক্রিকেট পাগল কোটি বাঙ্গালির ক্রিকেট প্রেমকে লজ্জায় ডুবিয়ে মাথা নিচু করেই মাঠ ছাড়ে মুশফিক বাহিনী।
তাই এই ম্যাচের পুনরাবৃত্তি নয়, বরং আজ লঙ্কানদের বিপক্ষে প্রতিশোধপূর্ণ এক জয় আসুক এটাই প্রত্যাশা বাংলাদেশি ক্রিকেট ভক্তদের।