ইরাকের বাগদাদে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু
ইরাকের রাজধানী বাগদাদে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসা দেওয়া হয়—এমন একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে ইবনে খতিব হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মেডিক্যাল সূত্রে বলা হয়েছে, অক্সিজেন সিলিন্ডার মজুদ কেন্দ্রের ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে। এ থেকে আগুন ধরে যায়। আগুন নির্বাপনের সুরক্ষা না থাকায় তা দ্রুতই ছড়িয়ে পড়ে। মেডিক্যাল ও নিরাপত্তা সূত্র বলছে, ইবনে আল খাতিব হাসপাতালের এ অগ্নিকান্ডে ২৩ জন মারা গেছে। উল্লেখ্য, দীর্ঘদিনের সংঘাত সহিংসতা ও স্বল্প বিনিয়োগের কারণে ইরাকের হাসপাতালগুলোর পরিস্থিতি এমনিতেই নাজুক হয়ে আছে। এদিকে এ ঘটনার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির প্রধানমন্ত্রী ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন। খবর : বিবিসি।