বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, December 21, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » মোবাইলে অফার মেসেজ বন্ধ করার উপায়

মোবাইলে অফার মেসেজ বন্ধ করার উপায় 

মোবাইল অপারেটর কোম্পানিগুলো গ্রাহকদের নিয়মিত প্রমোশনাল বা অফার মেসেজ পাঠায়। যার অধিকাংশ মেসেজই গ্রাহক ইতিবাচকভাবে গ্রহণ করেন না। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে অফার মেসেজ বন্ধ করার উপায় বাতলে দিয়েছে।

বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল গ্রাহকদের অফার মেসেজ বন্ধ করার উপায় বলে দেওয়া হয়।

রবি সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়

  • *7# ডায়াল করুন,
  • 2 লিখে রিপ্লাই করুন।

একইভাবে *7# ডায়াল করে 1 লিখে রিপ্লাই করলে, রবি সিমের সকল প্রোমোশনাল মেসেজ পুনরায় চালু করতে পারবেন।

গ্রামীনফোন সিমের অফার মেসেজ বন্ধের উপায়

*121*1101# ডায়াল করে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে পারবেন। পুনরায় প্রোমোশনাল মেসেজ চালু করতে *121*1102# ডায়াল করতে হবে।

বাংলালিংক সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়

  • মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OFF
  • এরপর মেসেজটি পাঠিয়ে দিন 6121 নাম্বারে।

উপরোক্ত মেসেজ পাঠাতে কোনো ফি প্রযোজ্য হবেনা।

এয়ারটেল সিমের প্রোমোশনাল SMS বন্ধের উপায়

  • *7# ডায়াল করুন,
  • 2 লিখে রিপ্লাই করুন।

একইভাবে *7# ডায়াল করে 1 লিখে রিপ্লাই করলে, এয়ারটেল সিমের সকল প্রোমোশনাল মেসেজ পুনরায় চালু করতে পারবেন।

টেলিটক সিমের অফার SMS বন্ধের উপায়

টেলিটকে খুব একটা অফার মেসেজ আসেনা। টেলিটকের প্রমোশনাল মেসেজগুলো এমনিতে অনেক কাজের হয়ে থাকে, কারণ টেলিটকে অনেক কম খরচে ভয়েস কল ও ডাটা কেনা যায়। যদিও, তাদের নেটওয়ার্ক নিয়ে আপনার অভিযোগ থাকতে পারে। সবকিছুর পরেও, আপনি যদি টেলিটক ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য বলতেই হচ্ছে, এই পোস্টটি পাবলিশ হওয়ার দিন পর্যন্ত তাদের অফার SMS বন্ধ করার কোনো উপায় চালু করেনি।

এছাড়াও প্রমোশনাল মেসেজ আসা বন্ধ না হলে মেসেজের নোটিফিকেশনও বন্ধ করা যায়। এ জন্য স্মার্টফোনের মেসেজ অ্যাপের মধ্যে দেওয়া ফিচার ব্যবহার করে যেকোনো সিমের অফার মেসেজ নোটিফিকেশন বন্ধ করা সম্ভব। শাওমি ফোনের মেসেজ অ্যাপের মধ্যে কি ওয়ার্ড ধরে এবং নম্বর ধরে মেসেজ স্প্যাম মার্ক করা যায়, যার ফলে মেসেজগুলো আর ইনবক্সে আসেনা। অন্যান্য ফোনেও এরকম ফিচার পাবেন। এছাড়া থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমেও এটা করতে পারবেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone