পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ চলছে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সপ্তম দফার ভোট শুরু হয়েছে। সোমবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। এই দফায় ৩৬ কেন্দ্রে ভোট থাকলেও প্রার্থী মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এদিকে ভোটের শুরুতেই ভোটারদের কাছে বিশেষ বার্তা দিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে মোদী লিখেছেন, ‘আজ পশ্চিমবঙ্গে সপ্তমদফার ভোট চলছে। মানুষের কাছে ভোটাধিকার প্রয়োগ এবং কোভিড-১৯ বিধি মেনে ভোটগ্রহণে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি।’আজ সপ্তম দফার ভোট নেওয়া হচ্ছে পাঁচ জেলার ৩৪ আসনে। আজ দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণ কলকাতায় ভোট হচ্ছে। শেষ বা অষ্টম দফার ভোট নেওয়া হবে ২৯ এপ্রিল চার জেলার ৩৫টি আসনে। জেলা চারটি হলো মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও উত্তর কলকাতা। আর আগামী ২ মে এই আট দফা নির্বাচনের ফলাফল একযোগে ঘোষণা করা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের অতি সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতার মোট ৩৪ কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ৭৯৬ কোম্পানি। এর মধ্যে শুধু বুথের নিরাপত্তায় থাকবে ৬৫৩ কোম্পানি।কমিশন সূত্রে আরও জানা গেছে, ষষ্ঠ দফার মতো সপ্তম দফার আজকের ভোটেও সাড়ে ৬শ’র বেশি সেক্টর অফিস থাকছে। প্রতিটি সেক্টর অফিসে একজন এসআই বা কিংবা এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক দায়িত্বে থাকবেন। সঙ্গে থাকবেন চারজন কনস্টেবল। বিগত ছয় দফাতেও ভোটের শুরুতে ভোটারদের কাছে বিশেষ বার্তা দিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী। কখনও বিপুল হারে ভোট, আবার কখনও মহিলাদের বেশি করে ভোট দানে উৎসাহিত করেছেন মোদী। এছাড়াও নতুন ভোটারদেরও ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোট দিতে যাতে কোনো অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই হুইলচেয়ার ঢোকার র্যাম্প বানিয়ে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। প্রতিবার নির্বাচনের সময় বিকেলে মিত্র ইনস্টিটিউটে ভোট দিতে যান তিনি। এবারও তাই করবেন। খবর : আনন্দবাজার পত্রিকা।