কোস্ট গার্ডের অভিযানে সোয়ারীঘাটে ১৪শ কেজি জাটকা জব্দ
কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে আজ সোমবার আনুমানিক ৩৫ মণ জাটকা জব্দ করেন।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার পাগলা লেঃ আশমাদুল ইসলামের নেতৃত্বে সোয়ারীঘাট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান চলকালীন সময় পুরানা ঢাকার সোয়ারীঘাট মাছের পাইকারি বাজার থেকে আনুমানিক ১৪শ কেজি (৩৫ মণ) জাটকা জব্দ করা হয়। অভিযানে জাটকার প্রকৃত মালিকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত জাটকা সমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।