মিয়ানমারে কারেন বিদ্রোহীরা সেনাবাহিনীর ঘাঁটি দখলে নিল
মিয়ানমার সেনাবাহিনীর একটি ঘাঁটি দখলে নিয়েছে কারেন বিদ্রোহীরা। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় পূর্বাঞ্চলীয় ওই ঘাঁটি দখলে নেওয়া হয়।কারেন জাতিগোষ্ঠীর বিদ্রোহীরা সেনাঘাঁটিতে হামলা করলে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনীর সঙ্গে কারেন বিদ্রোহীদের যতগুলো লড়াই-সংঘাত হয়েছে, তার মধ্যে আজ সবচেয়ে তীব্র ছিল।কারেন বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর তীব্র সংঘাতের ঘটনা এমন একসময় ঘটল, যখন দেশটিতে অস্থিরতার অবসানে আহ্বান জানিয়ে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে আঞ্চলিক জোট আসিয়ান। আসিয়ানের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার কথা জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। বিদ্রোহীদের এক কর্মকর্তা জানায়, মঙ্গলবার কারেন রাজ্যের সালবিন নদীর কাছে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নদীটি মিয়ানমার ও থাইল্যান্ডকে আলাদা করেছে। নদীর থাই অংশের বাসিন্দারা মিয়ানমার থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে। খবর : এএফপি।