ইন্দোনেশিয়ার সাবমেরিনের নাবিকদের বিদায়ী সঙ্গীতের ভিডিও ভাইরাল
ইন্দোনেশিয়ার সাবমেরিনটি উদ্ধার করা গেলেও, অক্সিজেন শেষ হয়ে সাবমেরিনের ভেতরে থাকা ৫৩ জন নাবিকের সবাই মারা যান। ইন্দোনেশিয়ার নৌবাহিনী সম্প্রতি সাবমেরিনের ভেতরে থাকা নাবিকদের একটি বিদায়ী সঙ্গীতের ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওতে দেখা যায়, ডুবে যাওয়া সাবমেরিনের নাবিকরা দেশটির একটি জনপ্রিয় গান গাচ্ছেন; যেখানে স্ত্রী বা প্রেমিকা বিদায় জানানো হচ্ছে। তাতে দেখা যাচ্ছে, নাবিকেরা সাম্পাই জুমপা নামে ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় গান গাইছেন, যার মানে হচ্ছে ‘আবার দেখা হবে’। ভিডিওতে আরও দেখা যায়, নাবিকেরা অ্যাকুস্টিক গিটার বাজিয়ে গান গাইছেন, তাদের গানের কথাগুলো এরকম- ‘যদিও এখনই তোমাকে বিদায় জানাতে প্রস্তুত নই আমি, কিন্তু তোমাকে ছাড়া বেঁচেও থাকতে পারবো না। তোমার মঙ্গল হোক।’ তাদের সঙ্গে সাবমেরিনের কমান্ডার হ্যারি অকটাভিয়ানও ছিলেন। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র ডিজাওয়ারা হুইমবো জানান, মহড়া ও নৌবাহিনীর একজন কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা উপলক্ষ্যে গাওয়া হচ্ছিল গানটি, তখন সেটি রেকর্ড করা হয়েছিল। সাবমেরিনটির ধ্বংসাবশেষ সাগরের ৮০০ মিটারেরও বেশি গভীরে রয়েছে। তবে দেশটির নৌবাহিনী জানিয়েছে সাবমেরিনটির ধ্বংসাবশেষ ও নাবিকদের মরদেহ উদ্ধারের পরিকল্পনা রয়েছে তাদের। মহড়ায় অংশ নেয়ার কয়েক দিন আগেই এ ভিডিওটি ধারণ করা হয়। খবর : বিবিসি।