বিশ্বের ১৭টি দেশে ছড়িয়েছে ভারতের করোনার ধরন : ডব্লিওএইচও
ডব্লিওএইচও বলছে, করোনার বি.ওয়ান.৬১৭ ধরনটি প্রথমে ভারতে শনাক্ত হয়। এটি অন্তত বিশ্বের ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে। তবে এ ধরন ভারত ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকেও ছড়িয়েছে। সংস্থাটি বলছে, ভারতে করোনার অন্যান্য যে ধরন রয়েছে তারচেয়ে এটি অনেক বেশি সংক্রামক। তবে একইসঙ্গে দেশটিতে অন্যান্য ধরনগুলোও আগের চেয়ে বেশি সংক্রামক হয়ে উঠেছে। এর ফলে ভারতে করোনা মারাত্মক রূপ নিয়েছে বলে মনে করছে সংস্থাটি। করোনা পরিস্থিতির সাপ্তাহিক ব্রিফিংয়ে ডব্লিওএইচও আরো বলছে, পর্যবেক্ষণে দেখা গেছে প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় সংক্রমণ খুব দ্রুত ঘটছে। উল্লেখ্য, ভারতে বুধবার পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু দুই লাখ ছাড়িয়ে গেছে।গত ২৪ ঘন্টায় প্রথমবারের মতো তিন হাজারেরও বেশি লোক মারা গেছে। তবে ভারতে করোনার সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে আরো কিছু কারন থাকতে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।