যুক্তরাষ্ট্রের পুলিশের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের হুমকি হ্যাকারদের
যুক্তরাষ্ট্রের পুলিশের তথ্য ফাঁসের হুমকি দিয়েছে রাশিয়া ভিক্তিক হ্যাকার গোষ্ঠী । তারা জানিয়েছে আগামী ৩ দিনের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করা না হলে তাদের কাছে থাকা সব তথ্য ফাঁস করে দেওয়া হবে। বাবুক নামের ঐ র্যানসমওয়্যার গ্রুপ বলছে তারা যুক্তরাষ্ট্রের পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ডাউনলোড করে রেখেছে। তাদের সাথে যোগাযোগ না করা হলে তারা সেগুলো ফাঁস করে দেবে। ফলে হুমকিতে পড়তে পারে যুক্তরাষ্ট্রের পুলিশি ব্যবস্থা। আর্ন্তজাতিক একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, সোমবার (২৬ এপ্রিল) ওয়াশিংটন পুলিশ এক বিবৃতিতে জানায়, হ্যাকারদের বেআইনীভাবে তাদের সার্ভারে প্রবেশের ব্যাপারে তারা সতর্কতা অবলম্বন করছেন । ‘সাইবার হামলার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি এবং একই সঙ্গে গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে।’ বিবিসি বলছে, এফবিআইয়ের তদন্ত চলার সময়েও পুলিশের কম্পিউটার সিস্টেম ব্যবহার করে হ্যাকাররা তথ্য চুরি করছে কি না সেটি স্পষ্ট নয়। খবর : বিবিসি।