আইপিএল কোনো বিনোদন নয়, হাজারো মানুষের রুটি-রুজি : উনাদকাট
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। প্রায় প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের বিশ্ব রেকর্ড হচ্ছে দেশটিতে। এ পরিস্থিতিতেও ভারতে আইপিএল চলমান থাকায় উঠেছে সমালাচনা। তবে এ সমালোচনার জবাব দিয়েছেন রাজস্থান রয়্যালসে মুস্তাফিজুর রহমানের সতীর্থ জয়দেব উনাদকাট।
২০১৮ সালের আইপিএল নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় উনাদকাটের বলেন, ‘আইপিএল কোনো বিনোদন নয়। এটি আমাদের কাছে রুটি-রুজির জায়গা। ক্রিকেটাররা ছাড়াও হাজারো মানুষ এর সঙ্গে যুক্ত। তাদের রুজি-রুটির জায়গাও আইপিএল’।
উনাদকাট আরো বলেন, ‘আমার পরিবারও করোনায় আক্রান্ত হয়েছিল। ওদের ওষুধ আর ডাক্তারি সাহায্য পৌঁছে দিয়েছি। আমরা এখন সকলে একসঙ্গে আছি। আমরা ডাক্তার নই। তাই চিকিৎসার কাজে হাত লাগাতে না পারলেও অন্যভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি’।
ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সম্প্রতি পাকিস্তানের শোয়েব আখতার, অস্ট্রেলীয় কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টও আইপিএলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এদিকে করোনার ভয়ে আইপিএলে ছাড়তে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, অ্যান্ড্রু টাই ও কেন রিচার্ডসন চলে গেছেন নিজেদের দেশে। ওয়ার্নার-ম্যাক্সওয়েলরাও দেশে ফেরার পথ খুঁজছেন।