একুশের চেতনায় দেশকে এগিয়ে নিতে চাই : প্রধানমন্ত্রী
এইদেশ এইসময়, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একুশের চেতনা ও স্বাধীনতার চেতনা থেকে পাওয়া শিক্ষা নিয়েই দেশকে এগিয়ে নিতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করে যাচ্ছে।আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। বাংলাভাষা ও সাহিত্যের চর্চা সমাজের প্রতিক্ষেত্রে পৌঁছে দিতে হবে।তিনি বলেন, রাষ্ট্র ভাষা বাংলা দাবি আদায় করতে গিয়ে বারবার গ্রেফতার হয়েছেন বঙ্গবন্ধু। বুকের তাজা রক্ত দিয়ে যে বাঙালি মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্জনের মধ্যে দিয়ে তা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে।
এবার ১৫ গুণী ব্যক্তিকে একুশে পদক প্রদান করা হয়। এদের মধ্যে তিনজন মরণোত্তর পদক পান।