২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ ৩৫৯৬ জনের মৃত্যু
মহামারি করোনা ভারতে সংক্রমণ ও মৃত্যু হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ৫৯৬ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন। সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, উত্তর প্রদেশ, তামিল নাড়ু, দিল্লি ও অন্ধ্রপ্রদেশ। গত ১৫ এপ্রিল থেকেই দেশটিতে দৈনিক দুই লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে আজ টানা অষ্টম দিনের মতো দৈনিক শনাক্তের সংখ্যা তিন লাখেরও বেশি। ভারতে এখন পর্যন্ত প্রায় ১৫ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় ভারতের অবস্থান চতুর্থ।করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৮১২ জন। খবর : টাইমস অব ইন্ডিয়া।