ইনকিলাবের তিন সাংবাদিকের জামিন
এইদেশ এইসময়, ঢাকা : ইনকিলাবের তিন সাংবাদিকের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মহানগর ম্যাজিস্ট্রেট এম এ সালাম তিন সাংবাদিকের জামিনের আবেদন মঞ্জুর করেন। যাদের জামিনের আবেদন মঞ্জুর করেন তারা হলেন পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপ-প্রধান প্রতিবেদক রফিক মোহম্মদ, কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমান। গত ১৬ জানুয়ারি রাতে গোয়েন্দা পুলিশ রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোডে ইনকিলাব ভবনের অভিযান চালায়। ওই সময় বিভিন্ন মালামালসহ পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপ-প্রধান প্রতিবেদক রফিক মোহম্মদ, কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমানকে আটক করে পরের দিন তাদের আদালতে পাঠান পুলিশ। গত ২৯ জানুয়ারি ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদের কাছে আতিকুর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আতিকুর প্রতিবেদনটি প্রকাশের ব্যাপারে দৈনিক ইনকিলাবের সম্পাদক ও প্রধান প্রতিবেদকের নির্দেশে নির্দেশিত হয়ে প্রতিবেদনটি তৈরি করেছিলেন বলে জানিয়েছিলেন। ‘সাতক্ষীরায় অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে গত ১৬ জানুয়ারি রাতে গোয়েন্দা পুলিশ রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোডে ইনকিলাব ভবনের অভিযান চালায়। ওই রাতেই তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি যোগাযোগ আইনে রাজধানীর ওয়ারী থানায় এসআই জাহাঙ্গীর আলম মামলা করেন। পরে গত ২০ জানুয়ারি আতিকের রিমান্ড আবেদন করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে মহানগর দায়রা জজ জহিরুল হক বাতা সম্পাদক রবিউল্লাহ রবি ও উপ-প্রদান প্রতিবেদক রফিক মোহম্মদের জামিনের আবেদন নাকচ করেন।