বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড করোনায় আক্রান্ত প্রায় চার লাখ

২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড করোনায় আক্রান্ত প্রায় চার লাখ 

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে ভারত প্রতিদিনই রেকর্ড ভাঙছে। টানা ৯ দিন ধরে ৩ লাখের বেশি করোনা পজিটিভ রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে। শুক্রবারও দেশটি সংক্রমণ-মৃত্যুতে নতুন রেকর্ড করেছে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন আক্রান্ত হয়। এটিই এখন এখন পর্যন্ত দেশটিতে ও বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্ত। করোনায় আক্রান্ত  হয়ে মারা গেছেন আরও ৩ হাজার ৪৯৮ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৩৩০ জন। ভারতে মোট ১ কোটি ৮৭ লাখ ৬২২ হাজার ৯৭৬ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে। ভারতে টানা ৯ দিন ধরে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। তার আগে ১৫ এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল। আর টানা এক সপ্তাহ ধরে ভারতে দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা যাচ্ছিল। গত সোমবার থেকে দৈনিক মৃত্যু তিন হাজার ছাড়াল। করোনা পরিস্থিতির মারাত্মক অবনতির মুখে ভারতের বিভিন্ন রাজ্যে রাত্রিকালীন কারফিউসহ বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখন পর্যন্ত ১৫ কোটি ২১ লাখ ৫ হাজার ৫৬৩টি ডোজ টিকা দিয়েছেন, যার মধ্যে শুধুমাত্র বৃহস্পতিবারেই ২০ লাখের বেশি ডোজ বিতরণ করা হয়েছিল। তারা আরও জানিয়েছেন, আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সমস্ত লোককে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে। খবর : দ্য হিন্দু পত্রিকা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone