বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » করোনায় আক্রান্ত বিশ্বজুড়ে ১৫ কোটি ছাড়াল

করোনায় আক্রান্ত বিশ্বজুড়ে ১৫ কোটি ছাড়াল 

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়ে ১৫ কোটি ১ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ ৬১ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ১ লাখ ২৪ হাজার ২৪৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩১ লাখ ৬১ হাজার ৬৩৭ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৮ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৭৯৪ জন। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৮০১ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৭০ জনের। যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৬৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ১৮৬ জনের। মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৪০ হাজার ৯৩৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৬ হাজার ৪৪৭ জনের। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ৮৩২ জনের। মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় সপ্তম স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ২৯ হাজার ৮৪৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫৯ জনের।মৃত্যুর দিক দিয়ে ষষ্ঠ এবং আক্রান্তের সংখ্যায় অষ্টম স্থানে রয়েছে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৯ হাজার ২০৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ৫৪৪ জনের। আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ এবং মৃতের সংখ্যায় সপ্তম স্থানে রয়েছে রাশিয়া। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ৪২ হাজার ১৪২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭ হাজার ৯০২ জনের।এদিকে আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে উঠে আসা ফ্রান্স মৃত্যু বিবেচনায় রয়েছে অষ্টম স্থানে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৬ লাখ ৫৩ হাজার ৫৩৩ জন এবং মারা গেছে ১ লাখ ৪ হাজার ৩৮৫ জন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone