ইসরাইলে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৪৪ জন নিহত
ইসরাইলের উত্তরাঞ্চলে ইহুদিদের একটি তীর্থযাত্রা স্থলে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৪৪ জনের প্রাণহানি ঘটেছে। মগান ডেভিড আদম উদ্ধার সংস্থা (এমডিএ) ও হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। এমডিএ’র মুখপাত্র জানান, ‘আমরা ঘটনাস্থল থেকে ৩৮টি লাশ উদ্ধার করেছি। হাসপাতালে আরো অনেকের লাশ রয়েছে বলেও আমরা জানতে পেরেছি।’ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে ‘বড় ধরনের বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। আহতদের জন্য প্রার্থনা করছেন বলে জানান তিনি। ‘লাগ বাওমর’ পালনের জন্য মাউন্ট মেরনে জড়ো হয়েছিলেন ইহুদি ধর্মাবলম্বীরা। গত বছর করোনার সংক্রমণের কারণে সেখানে গণজমায়েতের ওপর বিধিনিষেধ দেওয়া হয়। তবে টিকাদান কর্মসূচিতে সাফল্যের কারণে এ বছর সেটি খুলে দেওয়া হয়। খবর :এএফপি’।