বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ‘ক্রিকেটাররা আমার কথা শোনে না’ – সাকিবদের কোচের বিস্ফোরণ!

‘ক্রিকেটাররা আমার কথা শোনে না’ – সাকিবদের কোচের বিস্ফোরণ! 

171955kkr

চলতি আইপিএলে হেরেই চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচ সুযোগ পেলেও এখন প্রতি ম্যাচেই সাইডবেঞ্চে বসে থাকেন সাকিব আল হাসান। গতকাল বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭ উইকেটে হারের পর সবারই মন খারাপ। তবে নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালাম বেশি ক্ষুব্ধ দলের একাধিক ব্যাটসম্যানের নেতিবাচক মানসিকতা দেখে। টি-টোয়েন্টিতে এত বল নষ্ট করা মেনে নিতে পারছেন না ম্যাককালাম।

ম্যাচটিতে শুভমন গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি রান করলেও অনেক বল নষ্ট করেন। এরপর সাংবাদিক সম্মেলনে ম্যাককালাম বলেন, ‘প্রতি ম্যাচের আগে আমি ও মরগ্যান ক্রিকেটারদের আক্রমনাত্মক মানসিকতা নিয়ে খেলার নির্দেশ দিয়ে থাকি। কিন্তু একাধিক ক্রিকেটার সেটা মেনে চলতে পারছে না। এটা খুবই হতাশাজনক ব্যাপার। অনুশীলনে সবাই দারুণ ব্যাট করলেও ম্যাচে প্রভাব ফেলতে পারছে না। এর কারণ দ্রুত খুঁজে বের করতে হবে।

দলের ব্যাটসম্যানদের মানসিকতা নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে বিপক্ষের পৃথ্বী শ-এর উদাহরণ টেনে আনেন ম্যাককালাম। গত ম্যাচে মাত্র ৪১ বলে ৮২ রান করেন পৃথ্বী। ম্যাককালামের ভাষায়, ‘টি-টোয়েন্টিতে কীভাবে ব্যাট করতে হয়, সেটা পৃথ্বীকে দেখে শেখা উচিত। দুনিয়ার কোনো ব্যাটসম্যান সব বলে চার-ছক্কা মারতে পারবে না। কিন্তু প্রতি বলে রান নেওয়া কিংবা শুরু থেকে আক্রমণাত্বক ব্যাটিং করার ইচ্ছাটা তো থাকতে হবে। যদি কোনো ব্যাটসম্যান সেই ইচ্ছা দেখায়, তাহলে সে সফল হবেই।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone