বাংলাদেশে জরুরিভিত্তিতে সিনোফার্মের করোনা ভ্যাকসিনের অনুমোদন
জরুরিভিত্তিতে সিনোফার্মের করোনাভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বাংলাদেশে সরকার। চীনের সিনোফার্মের করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পর কোভিডে আক্রান্ত হলেও অধিকাংশ রোগীকে হাসপাতালে ভর্তি হওয়া লাগছে না বলে উঠে এসেছে এক গবেষণায়। এক্ষেত্রে ভ্যাকসিনটি ৯০ শতাংশ কার্যকর বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া সিনোফার্মের ভ্যাকসিন নেওয়ার পর আরব আমিরাতে করোনাভাইরাসের সংক্রমণের হারও উল্লেখযোগ্য হারে কমে এসেছে বলে ওই গবেষণায় উল্লেখ করা হয়েছে।আবুধাবি পাবলিক হেলথ সেন্টারের করা ওই জরিপে বলা হয়েছে, চীনা এই ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার পর আক্রান্ত রোগীদের মধ্যে করোনাভাইরাসের সামান্যই উপসর্গ দেখা দিচ্ছে। এছাড়া আক্রান্ত রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হওয়ার পরিমাণও ৯৫ শতাংশ কমিয়ে দিয়েছে।গবেষণার বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া রোধে ভ্যাকসিনটি ৯৩ শতাংশ এবং আইসিইউতে ভর্তি হওয়া রোধে এটি ৯৫ শতাংশ কার্যকর। পাশাপাশি দুই ডোজ নেওয়ার পর আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।তবে কবে এই গবেষণা করা হয়েছে বা কতোজনের রোগীর ওপর ভিত্তি করে গবেষণাটি চালানো হয়েছে তা উল্লেখ করা হয়নি।