বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ‘ফেসবুকে আমার নামে ২০১টি ভুয়া আইডির খোঁজ পেয়েছি

‘ফেসবুকে আমার নামে ২০১টি ভুয়া আইডির খোঁজ পেয়েছি 

184550167125189_4389853987709426_9146291318053626102_n

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে ২০১টি ভুয়া আইডি রয়েছে। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এমন ভুয়া আইডি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘সম্প্রতি ফেসবুকে আমার নামে ২০১টির মতো ভুয়া আইডির খোঁজ পাওয়া গেছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলক বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে। যা আইনসিদ্ধ নয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে আমি যে আইডি ব্যবহার করছি, সেটা ভেরিফায়েড ফেসবুক আইডি। আমার ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনো কমেন্ট থেকে বিভ্রান্ত হবেন না।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone