বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » বক্সার সোনাক্ষী সিনহা

বক্সার সোনাক্ষী সিনহা 

201303017-sonakkhi

বিনোদন ডেস্ক : অভিনয় ছেড়ে ছুড়ে দিয়ে পুরোদমে বক্সার বনে গেলেন সোনাক্ষী সিনহা। একটুও বানানো গল্প নয়। তবে সোনাক্ষীর এই বক্সার হওয়াটা অভিনয়ের জন্যই। ‘হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ ছবির জন্য বক্সিং শিখছেন তিনি।

সম্প্রতি এক ভক্ত সোশাল নেটওয়ার্কিংয়ের সাইটে সোনাক্ষীর একটি ছবি প্রকাশ করেছে। ছবির সোনাক্ষী ও বাস্তবের সোনাক্ষীর একদমই মিল নেই। বক্সিংয়ের পোশাকে পুরোপুরি যুদ্ধাংদেহী ভাব শত্রুগ্ন সিনহা কন্যের।

এ আর মুরুগাদোস ২০১২ সালে নির্মাণ করেন তামিল ছবি ‘তোপাকি’। এবার ‘হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ শিরোনামে ‘তোপাকি’ ছবিটির হিন্দি রিমেকও করছেন তিনি। ‘তোপাকি’ ছবিতে অভিনয় করেছিলেন কাজল আগরওয়াল ও ভিজয়।

৬ জুন মুক্তি দেয়ার লক্ষ্যে ‘হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ ছবিটি নির্মাণ করা হচ্ছে। এতে কলেজ পড়ুয়া ছাত্রী সোনাক্ষীর বিপরীতে অভিনয় করছেন অক্ষয় কুমার।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone