করোনায় আক্রান্ত ও মৃত্যুর গ্রাফে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের হার নিম্নগামী
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশেই করোনা সংক্রমণের হার নিম্নগামী। করোনা সংক্রমণের সাপ্তাহিক গ্রাফ লক্ষ্য করলে দেখা যায়, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশেই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। শুধু বাংলাদেশেই তা কমছে। একই প্রবণতা দেখা যাচ্ছে আক্রান্ত রোগীর গ্রাফেও। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা সব দেশেই রোগটির প্রকোপ বেড়েই চলেছে। বাংলাদেশের গ্রাফ লক্ষ্য করলে দেখা যায়, সংক্রমণের হার কমছে। কমছে আক্রান্ত রোগী ও মৃত্যুও। নতুন রোগী ও সুস্থতার হারের তুলনাও আশাব্যাঞ্জক। ভারতে রোগী বাড়তে বাড়তে শনিবার ৪ লাখের কোটা অতিক্রম করে। রোববার তা কিছুটা কমলেও, কমার হার আশাব্যঞ্জক নয়। একই সঙ্গে ঊর্ধমুখী মৃত্যু ও আক্রান্ত রোগীর গ্রাফও। পাকিস্তানে প্রতিদিন ৫ হাজারের আশেপাশে করোনা রোগী শনাক্ত হচ্ছে। তবে দেশটির সংক্রমণ এখনও প্রথম স্রোতের চুঁড়াতে স্পর্শ করেনি। দ্রুত বাড়ছে আক্রান্ত রোগী এবং মৃত্যু। ২৮ এপ্রিল প্রথমবারের মতো দৈনিক মৃত্যু ২০০ এর ঘর অতিক্রম করে। সর্বশেষ নেপালে শনাক্ত হয়েছেন দৈনিক সাড়ে ৫ হাজারের বেশি রোগী। দেশটির আক্রান্ত রোগী ও মৃত্যুর হারও অনেক বেশি। শুরুতে শ্রীলঙ্কায় রোগটি নিয়ন্ত্রণে থাকলেও এখন আকাশ স্পর্শ করছে। প্রতিদিনই হচ্ছে দৈনিক শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। মালদ্বীপেও দৈনিক সংক্রমণ, মৃত্যু ও আক্রান্ত রোগী যে কোনও সময়ের চেয়ে বেশি। ভুটানে পুরো মহামারিকালীন মাত্র ১ জন মারা গেছেন। কিন্তু সে দেশেও প্রতিদিন সংক্রমণে রেকর্ড হচ্ছে। বাড়ছে আক্রান্ত রোগীও।