মূল পরিকল্পনাকারী আটক
নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের টাকা লুটের মূল পরিকল্পনাকারী সোহেলের মামা শ্বশুর সিরাজকে আটক করেছে র্যাব।
শনিবার ভোরে ভৈরব রেল স্টেশন থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার একে এম হাবীবুর রহমান জানান, সিরাজকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের ওই শাখা থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির বিষয়টি ধরা পড়ে। পরে ঘটনায় জড়িত সোহেলকে ২৮ জানুয়ারি ঢাকার কদমতলী এলাকা থেকে ১৬ কোটি ১৯ লাখ টাকাসহ আটক করে র্যাব।
Posted in: জাতীয়