বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, December 26, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » অক্সিজেনের অভাবে কর্ণাটকে ২৪ কোভিড-১৯ রোগীর মৃত্যু

অক্সিজেনের অভাবে কর্ণাটকে ২৪ কোভিড-১৯ রোগীর মৃত্যু 

318897-cats

অক্সিজেনের সরবরাহ কমে যাওয়ায় ২৪ জন রোগীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২৩ জনই কোভিড এ আক্রান্ত ছিলেন। রোববার কর্ণাটক রাজ্যের দক্ষিণাঞ্চলে চামারাজানগর জেলায় একটি সরকারি হাসপাতালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হাসপাতালটিতে অন্তত ১৪৪ জন রোগীর চিকিৎসা চলছে। রাজ্য সরকার ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে। এ ঘটনায় মাইসুরির এমপি প্রতাম সিমহা বলেন, ‘গত রাতে চামারাজানগর জেলায় অক্সিজেনের ঘাটতির বিষয়টি যখন গণমাধ্যমকর্মীরা আমার নজরে আনেন, আমি তখন নিজে থেকে ডেপুটি কমিশনার ড. এমআর রবির সঙ্গে যোগাযোগ করি এবং অক্সিজেনের দায়িত্বে থাকা এডিসির সঙ্গে কনফারেন্স কলে যুক্ত হই। রাতেই সাউদার্ন গ্যাস ১৫টি সিলিন্ডার দিয়ে যায়। এর আগে আমাদের কাছে যা ছিল, সেখান থেকেও দিয়েছি। এত কিছুর পরও এ দুর্ঘটনা ঘটল। চামারাজানগর আমাদের থেকে খুব বেশি দূরে নয়। এই জেলাকে আমরা আমাদেরই অংশ মনে করি। আমরাও এ দুঃখের অংশীদার।’ এর আগে ২৩ এপ্রিল রাতে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে কোভিড-১৯ রোগীদের অক্সিজেন সরবরাহে ঘাটতির কারণে ২৫ জনের মৃত্যু হয়েছে। তারও দুই দিন আগে মহারাষ্ট্র রাজ্যের নাসিক শহরে জাকির হুসেইন মিউনিসিপ্যাল হাসপাতালের অক্সিজেন ট্যাংকে ছিদ্র হওয়ায় প্রায় ৩০ মিনিট নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটেছিল। তাতেই ওই হাসপাতালে চিকিৎসাধীন ২২ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পা এই ২৩ রোগীর মৃত্যুর কারণ তদন্ত আইএএস কর্মকর্তা শিবায়োগি কালাসাদকে দায়িত্ব দিয়েছেন। তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। খবর : এনডিটিভি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone