সিরিয়ায় সাধারণ ক্ষমা ঘোষণা করলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ
আগামী ২৬ মে নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ রোববার সাধারণ ক্ষমা সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন। এ ক্ষমার আওতায় সন্ত্রাসী কাজের জন্য দোষী সাব্যস্তসহ অন্যান্য বন্দীরা থাকবেন। এ নির্বাচন সামনে রেখে তথাকথিত এই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। দেশটিতে দশকব্যাপী গৃহযুদ্ধ শুরুর পর এটি এ ধরণের দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনের মধ্যদিয়ে আসাদ চতুর্থবারের মতো ক্ষমতায় বসবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় ২০১১ সালের মার্চে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত ৩ লাখ ৮০ হাজারেরও বেশি লোক মারা গেছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ লোক। খবর : সানা।
Posted in: আর্ন্তজাতিক