মমতার শপথ অনুষ্ঠানে যারা থাকছেন
তৃতীয়বারের মতো মুখমন্ত্রী হিসেবে বুধবার শপথগ্রহণ করবেন মমতা ব্যানার্জি। জানা গেছে, বুধবার বেলা পৌনে ১১টার দিকে রাজভবনে মমতার শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এ অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পেয়েছেন বিরোধী দলের একাধিক নেতা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ অনুষ্ঠান সীমিত পরিসরে করার ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী। তবে বিরোধী দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানাতে ভুল করেননি মমতা। রাজনৈতিক সৌজন্য মেনে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিদায়ী বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, গত বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।বিরোধী নেতা ছাড়াও নিজের দলের বেশ কয়েকজনকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি, ভোটকুশলী প্রশান্ত কিশোর (পি কে), পুর প্রশাসক ফিরহাদ হাকিম, দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি, বিদায়ী মন্ত্রী সুব্রত মুখার্জি, রাজ্যসভার সংসদ সদস্য সুব্রত বক্সি প্রমুখ। খবর : আনন্দবাজার পত্রিকা।