লঙ্কানদের পরীক্ষার মুখে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ান্ডে সিরিজের পরপর দুই ম্যাচে হেরে আজ তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ। এমনিতেই দলের পারফরম্যান্সের অবস্থা চরম নাজুক তার ওপর আজ হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর পরীক্ষায় নামতে হবে মুশফিক বাহিনীকে।
এটা যেন লঙ্কানদের পক্ষ থেকে ছুড়ে দেওয়া এক্সট্রা চ্যালেঞ্জ। যা ওভারকাম না করতে পারলে লজ্জার আর অন্ত থাকবে না টাইগারদের।
কারণ শ্রীলঙ্কার সঙ্গে আজকের ম্যাচে হারের অর্থই তো লঙ্কান ওয়াশ। জয় ছাড়া এই ওয়াশ থেকে মুক্তি পাওয়ার বিকল্প কোনো রাস্তা বাংলাদেশের সামনে আর নেই।
Posted in: খেলা