করোনার সংক্রমণ বৃদ্ধির কারনে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চলাচল বন্ধ
মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর নবান্নে প্রথম সাংবাদিক বৈঠকে করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় সম্পূর্ণ লকডাউন জারি করা হচ্ছে না বলে জানালেন মমতা। তবে, একাধিক বিধিনিষেধ জারি করা হল। আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হচ্ছে বাংলায়, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় একাধিক রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। যার জেরে কমেছিল ট্রেনের সংখ্যা। শেষমেশ পুরোপুরি বন্ধ করা হল লোকাল ট্রেন পরিষেবা। তিনি আরও জানিয়েছেন, রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকার অফিসে ৫০ শতাংশ হাজিরা করা হচ্ছে। শপিং মল, স্পা, জিম, বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সমাবেশ বন্ধ থাকবে। ৫০ জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান বা কোনও অনুষ্ঠান করা যাবে। এজন্য অনুমতি নিতে হবে। এবার ভার্চুয়ালি রবীন্দ্র জয়ন্তী করা হবে। সকাল ৭টা থেকে ১০টা ও বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত বাজার খোলা থাকবে। সম্পূর্ণ লকডাউন না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘২.৭৬ লাখ কোয়াক ডাক্তার (হাতুড়ে চিকিৎসক) রয়েছেন। কোয়াক ডাক্তারদের সাহায্য চাওয়া হবে। গ্রামের কেউ আক্রান্ত হলে কী করা উচিত, সে ব্যাপারে গাইডলাইন দেওয়া হবে। প্রায় দেড় কোটি ভ্যাকসিন দিয়েছি। ৩ কোটি ভ্যাকসিন চেয়েছি।২৭ হাজার বেড রয়েছে, আরও বেড বাড়ানো হবে।