ইসরাইল সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। কুনেইত্রা জোনে ইসরাইল হেলিকপ্টারের সাহায্যে হামলা চালিয়েছে। ব্রিটেন ভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও ইসরাইলী হামলার খবর নিশ্চিত করে বলেছে, গোলান মালভূমির কাছে কুনেইত্রায় সিরীয় সেনাবাহিনীর ৯০তম ব্রিগেড লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ইসরাইল সচরাচর সিরিয়ায় চালানো হামলার কথা স্বীকার করে না। কিন্তু সিরিয়ায় ২০১১ সালে সংঘাত শুরুর পর থেকে ইসরাইল দামেস্ক এর সীমান্ত এলাকায় শত শত বার হামলা চালিয়েছে।ইসরাইল বলছে, তারা সিরীয় সরকারের গুরুত্বপূর্ণ মিত্র ইরানকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে । খবর : সানা।