টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ : ১ উইকেটে ১৮ রান
স্পোর্টস ডেস্ক : তৃতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সাত ওভার শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৮ রান। আউট হয়েছেন ওপেনার আনামুল হক বিজয়।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওডিআই ম্যাচটি দুপুর ১টায় অনুষ্ঠানিকভাবে শুরু হয়। দিবা রাত্রির ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০তে জিতে আগেই ট্রফি নিশ্চিত করেছে সফরকারী লঙ্কানরা। এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এটিতে জিততে না পারলে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হবে টাইগাররা।
বাংলাদেশ দলের হয়ে আজ খেলছেন, তামিম ইকবাল, শামসুর রহমান শুভ, এনামুল হক বিজয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, নাসির হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানি, মাশরাফি বিন মতুর্জা ও রুবেল হোসেন।
শ্রীলঙ্কান দলে আছেন, কুশাল জেনিথ প্যারেরা, দিনেশ চান্দিমাল, অ্যাসন প্রিয়াঞ্জন, কিথুরওয়ান ভিতানাগে, অ্যাঞ্জোলো ম্যাথুস, থিসেরা প্যারেরা, সচিত্র সেনানায়েকে, লাথিস মালিঙ্গা ও অজান্তা মেন্ডিস।