বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪ লাখ ১২ হাজার

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪ লাখ ১২ হাজার 

ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৪ লাখ ১২ হাজার ২৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৩ হাজার ৯৮০ জন প্রাণ হারিয়েছে। এক দিনের হিসাবে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু উভয় ক্ষেত্রেই এটি নতুন রেকর্ড। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, এ পর্যন্ত ভারতে এ ভাইরাস থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৮৪৪ জনে দাঁড়িয়েছে। দেশটিতে কোভিড-১৯ রোগে মৃত্যু হার ১.০৯ শতাংশ।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় বর্তমানে দেশটি চিকিৎসাধীন রোগির সংখ্যা বেড়ে মোট ৩৫ লাখ ৬৬ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের ১৬.৯২ শতাংশ। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠার হার হ্রাস পেয়ে বর্তমানে ৮১.৯৯ শতাংশে দাঁড়িয়েছে। ভারতে এনিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৪১০ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৩০ হাজার ১৬৮ জনে দাঁড়ালো। খবর : পিটিআই।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone