স্কুলব্যাগ থেকে বন্দুক বের করে গুলি চালাল কিশোরী
যুক্তরাষ্ট্রে স্কুল চলাকালীন ব্যাগ থেকে বন্দুক বের করে গুলি ছুড়েছে ষষ্ঠ গ্রেডের মেয়ে শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যর। পশ্চিম আমেরিকার এই অঙ্গরাজ্যের জেফারসন কাউন্টির প্রত্যন্ত শহরতলি রিগবি। সেখানকারই এক মিডল স্কুলের ষষ্ঠ গ্রেডের ছাত্রী সে। এতে তার দুই বন্ধুসহ স্কুলের এক কর্মকর্তা আহত হয়েছেন। রিগবি মিডল স্কুলের এক শিক্ষক ছাত্রীটিকে নিরস্ত্র করেন। ওই শিক্ষক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘স্কুলের ভেতরে-বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে সে। কেন এমন করল, সে বিষয়ে বেশি কিছু জানি না। তদন্ত হবে।’ আহতদের অবস্থা খুব একটা গুরুতর নয়। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। খবর : বিবিসি।