১২ লাখ ডলারে আইনস্টাইনের হাতে লেখা চিঠি বিক্রি
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি ১২ লাখ ডলারের বেশি দামে বিক্রি হয়েছে।জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার এ চিঠিটিতে তারিখ দেওয়া আছে ২৬ অক্টোবর, ১৯৪৬। পদার্থ বিজ্ঞানের সুপরিচিত সমীকরণ E=mc2 এর উল্লেখ থাকা ওই চিঠিটি যুক্তরাষ্ট্রে এক নিলামে অজ্ঞাত এক নথি সংগ্রাহক কিনে নিয়েছেন। ১৯০৫ সালে এক বৈজ্ঞানিক নিবন্ধে আইনস্টাইনের লেখা এ সমীকরণটি প্রথম প্রকাশিত হয়। এই সমীকরণটি শক্তি ও ভরের পারস্পরিক পরিবর্তনশীলতা ব্যাখ্যা করে। বিশেষজ্ঞরা বলছেন, এর বাইরে আরও তিনটি নথিতে আইনস্টাইনের হাতে লেখা E=mc2 পাওয়া গেছে।বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন জানিয়েছে, পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনকে লেখা চিঠিটিই এখন পর্যন্ত কারও ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া একমাত্র নথি, যেখানে আইনস্টাইন নিজের হাতে সমীকরণটি লিখেছিলেন। খবর : বিবিসি।