অর্ধযুগ পর লা লিগার মুকুট অ্যাটলেটিকো মাদ্রিদের
হিসাবটা অবশ্য সহজ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের জন্যই। শেষ রাউন্ডের ম্যাচ। নাটক রোমাঞ্চের প্রস্তুতি ছিল। মঞ্চে যে ছিল রিয়াল মাদ্রিদও। জয় দিয়েই লা লিগার শিরোপা জয় উদযাপন করেছে ডিয়েগো সিমিওনের দল। রিয়াল ভায়াদোলিদের মাঠে ২-১ গোলের জয় দিয়ে এবারের লা লিগা চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ! অর্ধযুগ পর লিগ মুকুট জয়, নিজেদের ইতিহাসে ১১তম বার লিগ টাইটেল। সবশেষ ২০১৩-১৪ মৌসুমে লিগ টাইটেল জিতেছিল সিমিওনের দল। এবার শেষ করল ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে। দুইয়ে রিয়াল মাদ্রিদ ৮৪ এবং তিনে বার্সেলোনা ৭৯ পয়েন্টে মৌসুম শেষ করেছে। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৮ মিনিটে অস্কার প্লানোর গোলে পিছিয়ে পড়েছিল অ্যাটলেটিকো। সেই গোলেই প্রথমার্ধ পার। দ্বিতীয়ার্ধে ফিরেই মৌসুমজুড়ে দেখানো ঝলকের শুরু।বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে অ্যাঞ্জেল কোর্রেয়ার গোলে সমতা ফেরায় সিমিওনের শিষ্যরা। দশ মিনিট পর জয়সূচক গোলটি যার থেকে এলে মানায়, সেই লুইস সুয়ারেজ জাল খুঁজে নেন।