আগুয়েরোর রাজসিক বিদায়
এমন বিদায় কেনা চায়? এ যেন বীরের সংবর্ধনা। জোড়া গোল করে ক্যারিয়ারের শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখলেন সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির ট্রফি উৎসবের মধ্যে দিয়ে শেষ হয়েছে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ।
শেস ম্যাচে সিটিজেনদের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে এভারটন।
২০১১ থেকে সিটির সঙ্গে বন্ধন শুরু আগুয়েরোর। দীর্ঘ দশ বছরের বন্ধন ছিন্ন করার ক্ষণটা এতটা মধুর হবে তা হয়ত ভাবেননি ৩২ বছর বয়সী এ আর্জেন্টাইনও। সিটির জার্সিতে আর দেখা যাবে না আগুয়েরোকে। ইপিএলের শেষ ম্যাচে তাই তাকে বিদায় জানাতে ছিলো ভিন্ন আয়োজন। আসেন সিটির কিংবদন্তী ফুটবলাররাও। ম্যানচেস্টার সিটির ট্রফি জয়ের ক্ষণে শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হন তারাও। আকাশী রংয়ে ছেয়ে যায় চারপাশ। নীল আকাশ আর সমর্থকরা মিলেমিশে হয়ে যান একাকার। এর আগে, এভারটনের বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই রাজত্ব করেছে ম্যানচেস্টার সিটি। ১১ মিনিটে ডি ব্রুইনার পর, ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। বিরতির পর গোলের শুরু করেন ফোডেন। তবে, তখনো শুরু হয়নি আগুয়েরো ম্যাজিক। নিজের শেষ ম্যাচে করলেন জোড়া গোল। আগামী মৌসুমে আর সিটির জার্সিতে পা পড়বে না এ আর্জেন্টাইনের। শেষটা তাই বড় জয়েই রাঙ্গিয়ে তুললেন আগুয়েরো।