জার্ড মুলারের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন রবার্ট লেভানডোভস্কি
জার্মান বুন্দেস লিগায় এক মৌসুমে সর্বোচ্চ ৪০ গোল করার জার্ড মুলারের রেকর্ড ভেঙ্গে ফেলেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি।বুন্দেস লিগায় ১৯৭১-৭২ মৌসুমে এই বায়ার্নের হয়েই ৪০ গোল করেছিলেন মুলার। ৪৯ বছর পর সেই রেকর্ড ভেঙ্গে দিলেন লেভানডোভস্কি। গত সপ্তাহে ফ্রেইবুর্গের বিপক্ষে গোল করে স্পর্শ করেন মুলারকে। এবার রেকর্ড গড়লেন অসবুর্গের বিপক্ষে ম্যাচে। আগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ যখন ৪-২ গোলে এগিয়ে ঠিক তখন ম্যাচের অন্তিম সময়ে গোল করেন লেভানডোভস্কি।
Posted in: খেলা