বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » জান্তাবিরোধীরা পুলিশ স্টেশন দখলে নিয়েছে

জান্তাবিরোধীরা পুলিশ স্টেশন দখলে নিয়েছে 

মিয়ানমারের শান প্রদেশে পুলিশ স্টেশন দখলে নিয়েছে জান্তাবিরোধীরা। রোববার শান ও কায়া প্রদেশে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত কয়েক ডজন পুলিশ সদস্য।মিয়ানমারের বিভিন্ন প্রদেশের জান্তাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছে বিক্ষোভকারীরা। নিজেদের তৈরি অস্ত্র নিয়ে চালাচ্ছে হামলা। শান ও কায়া প্রদেশে পুলিশ স্টেশন দখলে নিতে আক্রমণ চালায় তারা। সফল হয়েছে শান প্রদেশে। দাবি, পুলিস স্টেশন দখলে নিয়ে আটক করেছে পুলিস সদস্যদের। নিহত অন্তত ২০ পুলিশ সদস্য। প্রকাশ করেছে এ সংক্রান্ত ভিডিও। পুলিশ স্টেশনে হামলা বা পুলিশ নিহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি জান্তাবাহিনী।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone