স্বাস্থ্যবিধি মেনে চলতে শুরু করেছে ট্রেন, দূরপাল্লার বাস ও লঞ্চ
অষ্টম দফায় লকডাউন ৩০ মে পর্যন্ত বাড়ানো হলেও থাকছে কিছুটা শিথিলতা। এরই মধ্যে অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (২৪ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে ছেড়ে যায় ট্রেন। স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে আসন সংখ্যাও সীমিত রাখা হয়েছে। শুরুর দিন হওয়ায় রেলস্টেশনগুলো যাত্রীদের চাপ তেমন একটা ছিলো না। যাত্রীরা বলছে, সুরক্ষা নিশ্চিতে ট্রেনের প্রতিটি কক্ষে ছিটানো হচ্ছে জীবাণুনাশক। মাস্ক পরা নিশ্চিতে আছে কঠোর নজরদারি।দূরপাল্লার আন্তঃজেলা বাসগুলো ছাড়তে শুরু করে সকাল থেকেই। তবে তাতে যাত্রীদের চাপ তুলনামূলক কম। উত্তরবঙ্গের বাসগুলোতেও নেই যাত্রীর চাপ। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ বাড়বে বলে আশা বাস মালিক-শ্রমিকদের। যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে।গতকাল রোববার (২৩ মে) সন্ধ্যায় ঢাকা থেকে বরিশাল ও ভোলায় লঞ্চ ছেড়ে যায়। ভোলায় আন্তঃজেলা চলাচলের একমাত্র মাধ্যম লঞ্চ। তাই লঞ্চ চলাচল শুরু হওয়ায় সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেখানে যাত্রীর চাপ প্রচুর।