সরকারের দুষ্কর্মের সহযোগী নির্বাচন কমিশন : রিজভী
প্রধান প্রতিবেদক : নির্বাচন কমিশন সরকারের দুষ্কর্মের সহযোগী। যে সরকার নিজ দেশের বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যা এবং গুম-খুন করে সেই সরকারকে সাহায্য সহযোগিতা করছে নির্বাচন কমিশন। হতে পারে তারা এটা করছে তাদের নিজেদের নিরাপত্তার জন্য। নির্বাচন কমিশন সম্পর্কে এসব কথা বললেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শনিবার সকালে নয়াপল্টনে বিএনপি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, প্রথম দফা উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে রাখতে ব্যর্থ হয়ে সরকার কাণ্ডজ্ঞান হারিয়ে বিরোধী দল দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় কর্মীদেরকে লেলিয়ে দিয়েছে। প্রথম দফা নির্বাচনে সরকার যদি দানবের মতো আচরণ না করত, নির্বাচন কমিশন যদি সত্যিকারভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করত, তাহলে ১৯ দল সমর্থিত প্রার্থীরা শতকরা ৯৫ ভাগ উপজেলায় জয়ী হতো।
উপজেলা নির্বাচনে বিএনপি’র কোনো প্রাপ্তি আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এতো জুলুম নির্যাতনের পরেও জনগণের বিজয় ঠেকাতে পারেনি। জনগণের আন্দোলন বন্ধ করার শক্তি কারোরই নেই।
তিনি গুম, খুন, হামলা, মামলা বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।