৫ বছরের সংসার জীবনের ইতি টানলেন মাহিয়া মাহি
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি তার সংসার জীবনের ইতি টানলেন। পাঁচ বছরের দাম্পত্য জীবনের শেষ ঢালিউডের জনপ্রিয় নায়িকার। স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের হওয়ার খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন। মাহি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে জানান, “এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যার্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে ‘মা জননী’, বড় বাবার মুখ থেকে ‘সুনামাই’ শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।”
Posted in: বিনোদন