আগুয়েরোর বিদায়ে কাঁদলেন গার্দিওলা
সার্জিও আগুয়েরোর বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা। কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, আগুয়েরোর শূন্যতা কখনো পূরণ করতে পারবে না সিটি। ১০ বছর তিনি খেলেছেন ম্যানচেস্টার সিটির হয়ে। রবিবার সিটির হয়ে শেষ ম্যাচ খেলেন আর্জেন্টাইন কিংবদন্তী আগুয়েরো। ম্যাচে তার দল জয় পেয়েছে ৫-০ গোলে ; এর মধ্যে ২টি গোলই করেছেন আগুয়েরো। তবে পেপ গার্দিওলা বলেছেন, ‘আমরা আগুয়েরোকে অনেক ভালোবাসি। সে আমাদের সবার কাছেই বিশেষ একজন। আগুয়েরো মানুষ হিসেবে খুবই ভালো। আমাকে অনেক সাহায্য করেছে সে। সিটি কখনোই তার শূন্যতা পূরণ করতে পারবে না। কখনো না।’ এসময় বার বার চোখের পানি মুছছিলেন পেপ গার্দিওলা।