লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়
শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ডি/এল নিয়মে ১০৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করল তামিম ইকবালের দল। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই প্রথম সিরিজ জয় বাংলাদেশের। বৃষ্টি–বিঘ্নিত এ ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। ৪৮.১ ওভারে ২৪৬ রানে অলআউট হয় তারা। প্রায় একাই লড়ে বাংলাদেশকে মোটামুটি লড়াকু সংগ্রহ এনে দেন মুশফিক।তাঁর ১২৭ বলে ১২৫ রানের দুর্দান্ত ইনিংসটিই যে বাংলাদেশের ২৪৬ রানের পুঁজির মেরুদণ্ড। সিরিজ বাঁচাতে মোটামুটি এই সংগ্রহ তাড়া করতে নেমে লড়াইও গড়ে তুলতে পারেনি শ্রীলঙ্কা। বোলিংয়ে একপেশে লড়াইয়ে ম্যাচটা জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যান ফিফটির দেখাও পাননি। সর্বোচ্চ ২৪ রান এসেছে দানুস্কা গুনাতিলকার ব্যাট থেকে। দ্বিতীয় উইকেট গুনাতিলকা ও পাথুম নিশাঙ্কার ২৯ রানের জুটিই সর্বোচ্চ। বাংলাদেশের পাঁচ বোলারের সামনে তিল পরিমাণ চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। ৩টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ (৩/২৮) ও মোস্তাফিজুর রহমান (৩/১৬)। ৩৮ রানে ২ উইকেট নেন সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৮ ওভারে ২৪৬/১০ (মুশফিক ১২৫, মাহমুদউল্লাহ ৪১, লিটন ২৫)।
শ্রীলংকা: ৪০ ওভারে ১৪১/৯ (গুনাথিলাকা ২৪, নিশাঙ্কা ২০; মিরাজ ৩/২৮, মোস্তাফিজ ৩/১৬, সাকিব ২/৩৮)।
ফল: বাংলাদেশ বৃষ্টি আইনে ১০৩ রানে জয়ী।