৭৫-এর মতো বাকশালী কায়দায় চলছে দেশ : মোশাররফ
এইদেশ এইসময়, ঢাকা : দেশ আবারো ৭৫-এর মতো বাকশালী কায়দায় চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মোশাররফ বলেন, ৭৫-এর পরবর্তী সময়ে শহীদ জিয়াউর রহমানই এদেশে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। এখন আবারো সেই একই ধারা চলছে। তবে জিয়াউর রহমানের ধারা অব্যাহত রেখে বিএনপিই খালেদা জিয়ার নেতৃত্বে আবারো গণতন্ত্রকে মুক্ত করবে।
সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যে ট্রেনে জনগণ উঠেনা সে ট্রেনে বিএনপি নেত্রীও উঠেনা। ওই নির্বাচন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তথ্যমন্ত্রী ইনুতো অনেক বড় বড় কথা বলেন, অথচ তার এলাকাতেই জামায়াত পাস করেছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাসাস এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কবি আল মাহমুদ, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।